নেত্রকোণা প্রতিনিধি: দুর্গাপুর পৌর শহরের ভিতর দিয়ে পৌরবাসীর চলাচলের জন্য মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বালুবাহী যানবাহন চলাচল। বর্ষা মৌসুমেও এমন অবস্থা দেখা যায় না দুর্গাপুরে। এটি এখন দুর্গাপুরের সবচেয়ে বেশী সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে খোলা রেখে ব্যবসা করতে পারছেন না। ট্রাকের চাকার কাদা ছিটকে পড়ে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হচ্ছে অনবরত। মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না। দুর্গাপুর এখন দুর্ভোগের শহরে পরিণত হয়েছে।

আজ সোমবার সকাল থেকে ব্যবসায়ীবৃন্দ নিজ উদ্যোগে দোকান বন্ধ রেখে বালুবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে । পুরো দুর্গাপুর জুড়ে কাদা আর কাদা। এমন অবস্থা থেকে পরিত্রান চান ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ভুক্তভোগী ব্যবসায়ীমহল মনে করেন, সরকার নির্ধারিত ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল চালু করে দিয়ে সুন্দর সমাধানের মাধ্যমে দুর্গাপুরবাসীকে সুন্দর পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দিবেন ।