বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার মূল উদ্দেশ্য একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সরকারকে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান ফখরুল। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ফখরুল বলেন, যারা একসময় হাসিনা ও খালেদাকে গ্রেফতার করিয়েছিল। সরকার আজ তাদের সঙ্গে যোগসাজশ করে একই ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে আছে।