- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ভাস্কর্যবিরোধীদের বক্তব্য মানবতাবিরোধী: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ভাস্কর্যবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বক্তব্য সভ্যতার বিরুদ্ধে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভাস্কর্যবিরোধীদের বক্তব্য মানবতাবিরোধী। তারা মানবিক মূল্যবোধের পরিপন্থী কথা বলছেন। এ ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে সফল হবে না।

আখতারুজ্জামান আরও বলেন, আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।