- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ভারত দায়ী সীমান্ত সংঘর্ষের জন্য : চীন

আন্তর্জাতিক ডেস্ক:  সম্প্রতি লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তার জন্য ভারত দায়ী বলে মন্তব্য করেছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়। খবর পার্সটুডে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৪জুন) সামাজিক গণমাধ্যমে জানিয়েছে, ভারতের উস্কানির কারণে দু’দেশের মধ্যকার সমঝোতা বানচাল হয়েছে এবং ১৫ জুনের ওই সংঘর্ষ হয়।

সংঘর্ষে চীনা সেনাদের মারপিটে ভারতের ২০ জন সেনা নিহত হয়। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে লাঠি ও পাথর ব্যবহার করা হয় এবং দুপক্ষের সেনাদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। তবে সীমান্ত চুক্তির কারণে কোনো পক্ষই গোলাগুলি ব্যবহার করেনি। দু’দেশের মধ্যে এই চুক্তি ৪৫ বছর বহাল থাকবে। চীন বলেছে, সংঘর্ষে তাদের কোনো সেনা নিহত হয়নি।

মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, বেইজিং ও নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি শান্ত করার জন্য একমত হয়েছে।