- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ভারতে আরো এক অভিনেতার আত্মহত্যা

ভারতে অভিনেতা ও অভিনেত্রীদের আত্মহত্যার হিড়িক পড়েছে। বলিউড তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর এবার ৪র্থ ব্যক্তি হিসেবে আত্মহত্যা করেছেন মারাঠি টেলিভিশন ও ফিল্মের জনপ্রিয় অভিনেতা আশুতোষ বারকে।

জানা গেছে, বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশুতোষ। তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর!

তার আত্মহত্যাকে ঘিরে শিবাজি নগর থানার পুলিশ ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, বুধবার (২৯জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুতোষ বাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগও দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও কথা হয়েছে। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করেননি। এমনকি কোন সুইসাইড নোটও রেখে যাননি। কিন্তু তারপরও সব দিক খতিয়ে দেখছেন পুলিশ।

ইতোমধ্যেই জানা গেছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। তবে সেটির কারণে আত্মহত্যার ঘটনা কিনা, তা এখনো জানা যায়নি।

এর আগে ২য় ব্যক্তি হিসেবে আত্মহত্যা করেন ভারতীয় জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লীর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

৩য় ব্যক্তি হিসেবে মঙ্গলবার (৭জুলাই) আত্মহত্যার পথ বেছে নেন ফিটনেস ট্রেনার ও কন্নাডা অভিনেতা সুশীল গৌডা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ অভিনেতা মাত্র ৩০ বছর বয়সেই নিজের জীবনে ইতি টানলেন।