- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ভারতের সঙ্গে লড়তে প্রস্তুত হামজা

সুযোগটা নিজের অভিষেক ম্যাচেই পেয়েছিলেন হামজা চৌধুরী। তবে শিলংয়ের সেই ম্যাচে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে এবার সেই ভারতের মুখোমুখি দল। সেই আক্ষেপটা আজ ঘোচাতে চাইছেন তিনি।

হামজার অভিষেকের পর বাংলদেশ ৬ ম্যাচে জিতেছে ১টি ম্যাচ। সেটাও আবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচে জেতার তৃপ্তি বাংলাদেশ এখনো পায়নি। এদিকে ভারতকে ৯০ মিনিটের লড়াইয়ে হারানো হয়নি চলতি শতাব্দিতে। সব আক্ষেপ ঘোচানোর মঞ্চ আজ।

এই ম্যাচের সব প্রস্তুতি শেষ বলেই জানালেন হামজা চৌধুরী। ম্যাচের আগে ফেসবুকে তিনি লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’

ভারত ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে বাইসাইকেল কিকে একটি আর পানেনকা পেনাল্টিতে আরও একটি গোল করেন হামজা। এরপরও শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করে।

সেই ম্যাচে আফসোস থাকলেও হামজা জানান, ভারতের বিপক্ষে তিনি নতুন উদ্দীপনা নিয়ে খেলবেন। নেপালের সঙ্গে ম্যাচের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘রাতের ম্যাচ হতাশাজনকভাবে শেষ হলেও এটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।’

হামজা চৌধুরী, শমিত সোমদের অভিষেকের পর থেকে ফুটবল নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। গ্যালারি ভরা থাকে প্রতি ম্যাচেই। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ার ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহ বেড়ে গেছে কয়েক গুনে। মাত্র ছয় মিনিটে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

সেই বিষয়টা হামজারাও নিশ্চয়ই টের পাচ্ছেন। প্রস্তুতি সেরে রেখেছেন। এখন কেবল ম্যাচের অপেক্ষা।