
বাংলাদেশ ফুটবল দল ২২ বছর পর হামজা চৌধুরী ও সমিত সোমদের নেতৃত্বে ভারতকে হারিয়েছেন। সেই আনন্দ সঙ্গী করে হামজা আছেন ইংল্যান্ডের পথে। আর সিলেটে পরিবারের কাছে গেছেন সমিত।
জানা গেছে, হামজা চৌধুরী বুধবার (১৯ নভেম্বর) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন। ফিফা উইন্ডো শেষে দ্রুত তাকে ইংল্যান্ডের লেস্টার সিটিতে যোগ দিতে হবে।
সমিতের কানাডার লিগে বিরতি রয়েছে। তাই তিনি দেশে থাকবেন কয়েকদিন। আজ তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিলেটে গেছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ত্যাগের কথা রয়েছে। স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচায় বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।