- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বড় হারে বিদায় টাইগার লিজেন্ডসদের

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে শ্রীলঙ্কা লিজেন্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ লিজেন্ডসরা। তবে নিজেদের শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছেড়েছে অলক কাপালি-আফতাব আহমেদরা।

লঙ্কানদের বিপক্ষে ৭০ রানের বড় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। রাজপুরে এদিন বাংলাদেশের জয় বলতে কেবল টসে। টাইগার লিজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ শরীফ টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠায়।

শুরুতে ব্যাট করে তিলকরত্নে দিলশানের ফিফটির সঙ্গে সনাথ জয়সুরিয়া, মাহেলা উদাবাত্তে এবং চামারা সিলভার ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৩ রান তোলে লঙ্কানরা। জবাবে ৮ উইকেটে ১৪৩ রান করতে পারে বাংলাদেশের লিজেন্ডসরা।

লঙ্কানদের পক্ষে দিলশান করেন ৫১ রান। এছাড়াও জয়সুরিয়া ৩৭, উদাবাত্তে ৪৩ এবং চামারা সিলভা করেন অপরাজিত ৩৪ রান। টাইগারদের পক্ষে পাঁচ বোলার ১টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নামলে তুষার ইমরান ফিফটি করে ৫২ রান করলেও অন্যরা যোগ্য সঙ্গ দিতে পারেনি। শেষদিকে ব্যাটিংয়ে নেমে আবুল হাসান করেন ১৬ বলে ২৯ রান।