- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিয়ের রাতেই বরকে অপহরণ

বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথেই মাইক্রোবাস থেকে অপহৃত হন বর। ঘটনার ১৫ দিন পার হলেও উদ্ধার হননি। কক্সবাজার থেকে ফেরার পথে ৬ জুন রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পাশে মাইক্রোবাস থামিয়ে চার অস্ত্রধারী ওই ব্যবসায়ী বরকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ১৮ জুন স্বজনরা জিডি করলেও অপহৃত ব্যবসায়ীর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। অপহৃত মেহেদী মোরশেদ পলাশ (৩৩) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে। তিনি রাজধানীর খিলগাঁওয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার ইলেকট্রনিক্স পণ্যের একটি শোরুম রয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ শহরের নিউজ হোমে অপহৃত মেহেদী মোরশেদ পলাশের বড় বোন মীনা পারভীন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিকভাবে ২০ মার্চ কক্সবাজারের মোহাজেরপাড়ার মরহুম শামসুল আলমের মেয়ে তানজিয়া আক্তারকে বিয়ে করেন পলাশ। আনুষ্ঠানিকভাবে নববধূকে উঠিয়ে আনার দিন ছিল ২ জুন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণে লকডাউনের কারণে তারিখ পিছিয়ে করা হয় ৫ জুন। বিয়েপরবর্তী আনুষ্ঠানিকতা শেষে ৫ জুন সন্ধ্যা ৬টার দিকে তারা কনে তানজিয়া আক্তার, তার ভাগ্নে সাজিদ, ভাগ্নি তাহিয়াকে সঙ্গে নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে নিজ বাড়ি সিরাজগঞ্জের দিকে রওনা হন। ৫ জুন দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে ঢাকাগামী লেনে পৌঁছার পর অজ্ঞাতনামা চার ব্যক্তি সাদা পোশাকে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাস থামায়। তাদের সবার হাতে পিস্তল থাকলেও ওয়াকিটকি ছিল না। এ সময় তারা পলাশকে নামিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ঘ ১৩-৭০৯৫) পাজেরো গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনার ১৫ দিন পার হলেও পলাশের কোনো খোঁজ মেলেনি। কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি, সোনারগাঁ থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, র‌্যাব-১০ ও ১১ এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করা হলেও পলাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় ১৮ জুন নারায়ণগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (নম্বর ৬০৪)। বড় বোন মীনা পারভীন তার অপহৃত ভাইকে উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অপহৃত পলাশের নববধূ তানজিয়া আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন