- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ১২ লাখ, মৃত্যু প্রায় ৫ লাখ ত্রিশ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বের নানা প্রান্তে বেড়েই চলছে করোনাভাইরাসের প্রকোপ । শনিবার (৪জুলাই) সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৯১ হাজার ৮৮১জনে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজার ১২৭ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৩০ হাজার ৬৭১ জন।

২৮ লাখ ৯০ হাজার পাঁচশ’র বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ১লাখ ৩২ হাজার ১০১ জনের। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ৩৪১ জন। মারা গেছে ৬৩ হাজার ২৫৪ জন।

রাশিয়ায় আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা অনেক কম। দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৬৭ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৫৯ জনের।

করোনা আক্রান্তের তালিকায় রাশিয়ার কাঁধে নিঃশ্বাস ফেলছে ভারত। ৬ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৬৯ জনের।

২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৮তম স্থানে। এই পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬৮ জনের।