- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা রোববার (২৮জুন) সকালে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৮১ হাজার ৫২২ জন। তাদের মধ্যে বর্তমানে ৪১ লাখ ২১ হাজার ৮৫৭ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৭৪৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে উঠেছে এবং পাঁচ লাখ এক হাজার ২৯৮ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে শনিবার (২৭জুন) পর্যন্ত মোট এক হাজার ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার পর্যন্ত মোট এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।