- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিশ্বজুড়ে করোনায় আরো প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার ৭শ’য়ের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজারের ওপর।

গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ৯৩৭ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি এক লাখ ২ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৭৫ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখের ওপর।

একদিনে আরও ৭শ’ ৪৯ জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। ৪৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৭ লাখ ৬০ হাজারের ওপর। ব্রাজিলে একদিনে মৃত্যুর সংখ্যা ৬শ’র কাছাকাছি। সেকেন্ড ওয়েভের মুখোমুখি ফ্রান্সে আরও প্রায় ১৭ হাজার মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।