- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন না রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। রোববার পোর্তোতে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে এই বড় জয় আসে। ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।

হাঙ্গেরির সঙ্গে ড্র ও আয়ারল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচই ছিল পর্তুগালের সামনে শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।

খেলার শুরু থেকেই পর্তুগাল আক্রমণাত্মক ছিল। সপ্তম মিনিটেই প্রথম গোল আসে। এরপর রামোস প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে নেভেস তৃতীয় গোলটি করেন। পরে অসাধারণ ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ফার্নান্দেজ পেনাল্টি থেকে পর্তুগালের পঞ্চম গোল করেন। বিরতির পরও তিনি গোল করেন। পরে আরও একটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পন্ন করেন। নেভেসও হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে কনসেইসাও নবম গোল করে বড় জয় নিশ্চিত করেন।

এদিকে রোনালদো এই ম্যাচে লাল কার্ড দেখার কারণে নিষিদ্ধ ছিলেন। সরাসরি লাল কার্ড আর অশোভন আচরণের কারণে তার ওপর নেমে আসতে পারে বড় নিষেধাজ্ঞা। যার ফলে ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচেও নিষিদ্ধ থাকতে পারেন রোনালদো। তাকে ছাড়া দল কী করতে পারে, আর্মেনিয়ার বিপক্ষে যেন তারই প্রমাণ দিল পর্তুগাল।