- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বিবাহবার্ষিকীতে স্বামী সৌরভকে নিয়ে যা বললেন দর্শনা

ওপার বাংলার তারকা দম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক। ২০২৩ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন তারা।বিবাহবার্ষিকীতে একসঙ্গে কেক কেটেছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব মুহূর্ত শেয়ার করেছেন তারা।

বিবাহবার্ষিকীর বিষয়ে ভারতীয় গণমাধ্যমেকে অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘কাল রাতে বাড়িটা সাজিয়ে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তারপর কেক কেটেছিলাম। আজ তেমন কিছুই আমরা করছি না। পরপর বেশ কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘বাড়িতে একসঙ্গে খাওয়াদাওয়া করব। আমার সবচেয়ে পছন্দের পোলাও-পাঁঠার মাংস রান্না হয়েছে। আর আমি নিজে হাতে সুগার-ফ্রি কেক তৈরি করেছিলাম খেজুর দিয়ে। সৌরভের সেটা খুব ভাল লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এক বছর একসঙ্গে থাকার উপলব্ধি অন্য রকম। বিয়ের আগে তো আমরা এক সঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে এক সঙ্গে থেকে বুঝলাম, সৌরভ খুবই লক্ষ্মী ছেলে।’

দর্শনা বণিক বলেন, ‘ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।’