- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বাসদ লকডাউনে থাকা পরিবারের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করবে

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন ঘোষণার পর প্রশাসন নীরব থাকেন। কোনো কোনো অসহায় বা দরিদ্রদের জন্য খাদ্য বা চিকিৎসার ব্যবস্থা থাকে অনুপস্থিত।

এই ঘটনা বরিশাল শহরে বিদ্যমান বলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি ঘোষণা দিয়েছেন এই দায়িত্ব নিবেন। শনিবার (৬জুন) দুপুর সাড়ে ১২ টায় নগরীর ফকিরবাড়ি সড়কের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এখানে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন, করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেই প্রশাসন তাদের ভূমিকা স্থগিত করেন। অসহায় রোগীদের চিকিৎসা বা খাদ্যের যোগানের বেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে উত্তর পেয়েছি কিছুই করার নেই।

তারা বলেছেন, প্রশাসন লকডাউনকৃত পরিবারের তালিকা তাদেরকে দিলে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও খাবারের ব্যবস্থা করা হবে। করোনা ক্রান্তিকালে বাসদ বরিশালে মানবতার বাজার, ফ্রি চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা চালু রেখেছে।