আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী আলী আসগার খাজি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পার্সটুডে।

সাক্ষাতে ইরানের সঙ্গে সিরিয়ার কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। ইরান ও সিরিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কীভাবে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করা যায় তা নিয়েও আলোচনা করেন আলী আসগার খাজি ও বাশার আল-আসাদ।

এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া সরকারের পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট আসাদ।

সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী সিরিয়ার নয়া সংবিধান নিয়েও কথা বলেন। সম্প্রতি সিরিয়ার নয়া সংবিধান পর্যালোচনার জন্য জেনেভায় যে বৈঠক হয় তা নিয়েই মূলত আলোচনা করেন আসাদ ও খাজি। তারা বলেন, বিদেশিদের হস্তক্ষেপ ছাড়া এর আগের সমঝোতার ভিত্তিতে সংবিধান প্রণয়নের কাজ শেষ করতে হবে।

সাক্ষাতে সিরিয়া, ইরান ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।