- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বালুর ইজারাদারদের উপর একের পর এক প্রশাসনের নিষেধাজ্ঞা!

নেত্রকোনা প্রতিনিধি: এমনিতেই ইজারাদারগণ কভিড ১৯ এর আঘাতে দেওলিয়া হবার দশায়। তার উপর একের পর এক প্রশাসনের বালু উত্তোলন এবং পরিবহনে নিষেধাজ্ঞায় প্রায় দেউলিয়া হতে যাচ্ছেন দূর্গাপুরের বালুঘাটের ইজারাদারগণ।

সর্বশেষ আজ প্রশাসন বালু উত্তোলনের ড্রেজার গুড়িয়ে দিয়েছে ফলে ইজারাদারগণ চোখে অন্ধকার দেখছেন । ইজারার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। এখনো যদি ইজারাদাররা নির্বিঘ্নে বালু উত্তোলন ও পরিবহনের সুযোগ না দেয়া হয় তাহলে ইজারাদারগণ পথে বসবে ।তিন দিনের ব্যবধানে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য দূর্গাপুর উপজেলার ১ নং বালুঘাটে নদীতে ম্যাজিষ্ট্রেট যায়। ম্যাজিষ্ট্রেট গিয়ে ড্রেজার ভাঙ্গা শুরু করেন ।

তখন ড্রেজার এর মালিক ও শ্রমিকরা তাদের পরিচালিত ড্রেজার বৈধতার পক্ষে যুক্তি দেখান , তা উপেক্ষা করে প্রশাসন । তাদের যৌক্তিক দাবী না মানার পর ড্রেজার মালিকগণ ও কয়েক হাজার শ্রমিক মোবাইল কোর্টকে অনুরোধ করে বলেন আমরা গরীব মানুষ,আমাদের পাইপ নষ্ট কইরেন না ড্রেজার গুলো পুড়ায়েন না। হাতে ধরি পায়ে ধরি।

তখন হাজারো শ্রমিক মিছিল এর মতো করে জড়ো হতে থাকে।পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে । তাৎক্ষনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয় ।

দূর্গাপুর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ১ নং ঘাটের সকল মুখে গাড়ি বন্ধ করে দেন- নিউজ লেখা পর্যন্ত ঘাট বন্ধ করে রেখেছেন ।শ্রমিক মো:তাহের আলী , মো:আলামীন, মো: জয়নাল জানান, ইজারাদার যেইভাবে শিডিউল ফিলাপ করছেন সেইভাবেই আমরা শ্রমিকরা বালু উত্তোলন করতাছি । দীর্ঘ বার বছর ধইরা এমনি বালু উত্তোলন করতাছি । চলতি ইজারা সনের মেয়াদ শেষের সময় প্রশাসন হঠাৎ কইরা এক মাস ধইরা কয়েকদিন পর পর আমাদের পেটে লাথি মারতাছে বুঝতাম পারছি না ।