লিওনেল মেসির জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে বার্সেলোনা। ৩-২ গোলের জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠলো বার্সা।

নিজেদের মাঠে কাতালানদের হতাশ করে, ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় বিলবাও। সিমনের নৈপুণ্যে বেশ কয়েকবার ব্যর্থ হয় বার্সেলোনা। ৭ মিনিটে ডেস্ট ও ১৩ মিনিটে ডেম্বেলের শট রুখে দেন স্বাগতিকদের গোলরক্ষক। তবে, সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি জায়ান্টরা। ১৪ মিনিটে ডি ইয়ংয়ের অ্যাসিস্টে স্কোর করেন পেদ্রি। ৩৮ মিনিটে লিড দ্বিগুণ করে বার্সা। এবার পেদ্রির অ্যাসিস্টে গোল করেন মেসি। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারতো কোম্যানের দল। তবে, গ্রিজম্যান-ডেম্বেলেদের শক্ত হাতে প্রতিহত করেন বিলবাও গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ৫৩ মিনিটে অফসাইড আর ৫৮ মিনিটে বারপোস্টের বাধায় গোলবঞ্চিত হন মেসি। তবে, ৬২ মিনিটে আর ভুল হয়নি। গ্রিজম্যানের অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন আর্জেন্টাইন তারকা। ৭২ মিনিটে আরও একবার পোস্টে বল লাগলে, হ্যাটট্রিক মিস করেন মেসি।

শেষদিকে এক গোল শোধ করলেও, পূর্ণ ৩ পয়েন্ট পেতে সমস্যা হয়নি বার্সার।