- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বাকৃবিতে ছাত্রদলের সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আগামীর বাংলাদেশ: উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক সেমিনার।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আলোচনায় দেওয়ান ছাইদুল ইসলাম পলাশ বলেন, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি অত্যন্ত প্রয়োজনীয়। এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

এসময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন বলেন, বর্তমান সময়ে শুধু সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা করে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের উচিত নিজের সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়ে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। উদ্যোক্তা মানে শুধু নিজের জন্য কাজ নয়, বরং অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা। উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুললেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং নিজের ভবিষ্যতও হবে উজ্জ্বল।

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেচ ব্যবস্থা ও ইরি ধান চাষ চালু করেছিলেন। এমনকি ১৯৮০ সালে ধান রপ্তানির উদ্যোগও নিয়েছিলেন। নারী উন্নয়নের ক্ষেত্রেও তিনি প্রথম নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন।

তিনি আরও জানান, স্বল্প শর্তে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রাথমিক মূলধনসহ অন্যান্য সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের জন্য সহজ করার বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. আহমেদ খাইরুল হাসান বাদল, প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং প্রফেসর ড. বদিউজ্জমান খান পিন্টু।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব এবং যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।