- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বাউলশিল্পীর কঠোর শাস্তি চান রাশেদ খাঁন

বাউলশিল্পী আবুল সরকারের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, এই বাউলের মন্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করা যায় না। একইভাবে হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের প্রতি কটূক্তির অধিকার কারও নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির কোনো স্বাধীনতা নেই।’

রাশেদ আরও বলেন, ‘যারা বাউল আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দিলে ভবিষ্যতে কেউ এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিতর্ক বা বিভাজন চাই না।’