- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বাংলাদেশ নিয়ে ফেসবুকে যা বললেন আতিফ আসলাম

বাংলাদেশ নিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন তিনি। আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের এই গায়ক।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

গত ১৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন আতিফও। ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ পাশাপাশি কনসার্টের তারিখ ও টিকিটের প্রাপ্তির ওয়েবসাইটের লিংকও শেয়ার করেছেন তিনি।

জানা গেছে, কনসার্টে আতিফসহ পাকিস্তানের আরও একজন শিল্পী অংশগ্রহণ করবেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেবেন।