- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড চ্যাপেলের মৃত্যু

ইংল্যান্ড ও নর্দাম্পটন শায়ারের সাবেক অলরাউন্ডার ডেভিড চ্যাপেল আর নেই। ব্রেন টিউমারের সঙ্গে দুই বছরের যুদ্ধ শেষে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। গতকাল বুধবার তার মৃত্যুর খবর প্রকাশ করে বিবিসি। মৃত্যুকালে চ্যাপেলের বয়স হয়েছিল ৫৭ বছর। ২০১৮ সালে তার টিউমার ধরা পড়ে।

ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন চ্যাপেলের। ৩০০টি এ শ্রেণির ম্যাচে তার রান ৬ হাজার ২৭৪ এবং উইকেট নিয়েছেন ২৩৭টি।

ডেভিড চ্যাপেল ইংল্যান্ডের নারী দলের সহকারী কোচ এবং বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডেভিড চ্যাপেল ২০১৬ সালের অক্টোবরে সালমা-রুমানাদের হেড কোচের দায়িত্ব নেন। কাজ করেন ২০১৮ সালের মে পর্যন্ত। চ্যাপেলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ড এশিয়া কাপ। কোচিংয়ের শেষটা হয় দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে।