- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বন্ধ হয়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির আউটলেট স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে ।

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে থাকছে না স্টার সিনেপ্লেক্স।স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য।

মূলত ২০০২ সালে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সেবা সম্বলিত এই প্রেক্ষাগৃহটি বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে। এরপর গিয়েছে ১৮ বছর। দিনের পর দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছিলো।

দেশি-বিদেশি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলো বসুন্ধরা সিটির এই স্টার সিনেপ্লেক্স।