- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বন্ধু সাকিব প্রসঙ্গে যা বললেন তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের দুজন উজ্জ্বল নক্ষত্র হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ক্রিকেটীয় সম্পর্কের বাহিরেও তাদের হয়েছিল ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

এবার তাদের সম্পর্ক নিয়ে নিয়ে মুখ খুললেন তামিম। চলমান বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য দিতে ভারত সফরে গেছেন তামিম। এসময় ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেছেন তামিম।

তামিমের ভাষ্য, সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে নিশ্চিত করতে হবে; আপনার কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়। আমরা দুজনই (সাকিবসহ) দেশের জন্য খেলেছি। কখনও তাকে নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও আপত্তিকর কিছু বলিনি, তাকে দোষ দেইনি।

গত বছর আফগানিস্তান সিরিজের মাঝ পথে হঠাৎ করে অবসর ঘোষণা করেন তামিম। এরপর ক্রিকেটে ফিরলেও বাদ পড়েন বিশ্বকাপ স্কোয়াড থেকে। তামিমের এই বাদ পড়ার জন্য ক্রিকেটভক্তরা সাকিবকে দায়ী করেছিলেন।

তামিম এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। তার ফেরার আগেই সাকিব অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে। সাকিবের শেষ টেস্টে ছিলেন তার একসময়ের বেশ ভালো বন্ধু তামিম। কিন্তু মাঠের সতীর্থ হিসেবে নয়, তামিম ছিলেন ধারাভাষ্য কক্ষে। চলমান বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ভারতে আছেন বাঁহাতি এই ব্যাটার।