- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বন্ধুত্বের গান নিয়ে পূজা ও আনিকা

বন্ধু দিবস উপলক্ষে এবার বন্ধুত্বের গান নিয়ে হাজির হয়েছেন গানের জগতের দুই বন্ধু বাঁধন সরকার পূজা ও তাসনিম আনিকা। ‘ফ্রেন্ডস’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিকা নিজেই। সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাসনিম আনিকা। এটি তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, আনিকা আমার খুব ভালো বন্ধু। এবার আমরা দুজন মিলে বন্ধুত্বের গান করলাম। বেশ ভালো হয়েছে কাজটি। আশা করছি সবার ভালো লাগবে।

তাসনিম আনিকা বলেন, পূজা ও আমার বন্ধুত্ব অল্প দিনেই বেশ গভীর। তাই ভাবলাম, একটা গান করলে কেমন হয়! এরপরই গানটি গুছিয়ে ফেললাম। বন্ধু দিবসে আশা করছি সবার ভালো লাগবে গানটি।

বন্ধু দিবস আর ঈদ উৎসব উপলক্ষে রোববার (২ আগস্ট) গানটি প্রকাশ পায় আনিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।