- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বনানীর আহমেদ টাওয়ার আগুন

বনানীর আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৪ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।