- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

ঘূর্ণিঝড় আম্ফানের পর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। ঢাকার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়,গতকাল পর্যন্ত এই নিম্নচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। আর ভারতের দিল্লির আবহাওয়া বিভাগ ধারণা করছে আগামী ১০ জুন নাগাদ নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হবে। তবে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে কী না তা এখনো বলা হয়নি। দিল্লির আবহাওয়া বিভাগের কর্মকর্তা ড কুলদীপ শ্রীবাস্তব জানান, ১০ জুন নাগাদ নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপর সেটি প্রচুর জলীয়বাষ্প নিয়ে মধ্যপ্রদেশে, দিল্লি ও উত্তরপ্রদেশের দিকে এগোবে। এর ফলে ৫০-৬০ কিলোমিটার বেড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আগামী ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বৃষ্টি হবে। একই সঙ্গে কমবে দিল্লি ও সন্নিহিত অঞ্চলের তাপমাত্রা। এছাড়া ৮-১১ জুনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে। বাংলাদেশেরও বেশ কিছু জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন