- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বঙ্গবন্ধু কখনোই ভাস্কর্যের পক্ষে ছিলেন না: চরমোনাই পীর

চরমোনাই পীর ও দলটির জৈষ্ঠ নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম বলেছেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ষড়যন্ত্র করছে নাস্তিকরা। বঙ্গবন্ধু ধার্মিক ছিলেন। তার পরিবারও ধার্মিক, এমনকি ওনার পূর্বপুরুষরাও ধার্মিক ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কখনোই ভাস্কর্যের পক্ষে ছিলেন না। আর সেজন্যই নাস্তিকরা ওনার ভাস্কর্য নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, ভাস্কর্য বিরোধী আন্দোলনের পেছনে আমাদের কোনও রাজনৈতিক উদ্দেশ নেই। আমি মনে করি ভাস্কর্য স্থাপন করতে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে তারা। মাওলানা মামুনুল হক, বাবুনগরী এবং ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলার প্রক্রিয়া বন্ধ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।