- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বঙ্গবন্ধুর খুনের পরিকল্পনাকারীদের বিচার দাবি জানিয়েছেন ডাঃ মুরাদ হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের মূল পরিকল্পনাকারী খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মরোনোত্তর বিচারের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।

শনিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের মূল পরিকল্পনাকারী ছিলো খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। এই খুনিদের মরোনোত্তর বিচারের দাবি করছি।

এসময় জেলা প্রশাসকক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি,পুলিশ সুপার দোলোয়ার হোসেন ও পৌর মেয়র মির্জা সাখাতুল আলম মনিসহ অন্যরা।