- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

বগুড়ার শেরপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ

নূর মোঃ কামরুল হাসান (বগুড়া প্রতিনিধি): নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার আগেই বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ নিয়ে শুরু করেছে দৌঁড়ঝাপ। ইতোমধ্যে নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ই”ছুক বিভিন্ন দলের প্রভাবশালী একাধিক নেতা ভোটের মাঠে নামছেন এমন সরব আলোচনা চলছে পৌরসভার অলিগলিতে। অনেকে ফেস্টুন, ব্যানার ও পোস্টার ছাপিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রার্থিতার বিষয়ে জানান দেয়ায় তাদের অতীত-বর্তমান এবং ভবিষ্যত নিয়েই চায়ের কাপে ঝড় উঠেছে।

দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের রীতি চালু হওয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন অনেক মনোনয়ন প্রত্যাশী। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি থেকেও মেয়র পদে প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম লোকমুখে ঘুরে বেড়াছে। তবে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়টি খোলাসা করা হয়নি। ইতোমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত ৫ জন ও বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ১জন, ইসলামী আন্দোলন ১জন প্রার্থী নাম শোনা যাচ্ছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতীক পেতে অনেকে জোর লবিং করছেন বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে।

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা অনেকে পোস্টার ছাপিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন দলের বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: সারওয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
বিএনপি থেকে একাধিক বার নির্বাচিত সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীর কুমার কুন্ডু, সাবেক কমিশনার শহিদুল ইসলাম তারা।

জাতীয় পার্টি থেকে নুরুজ্জামান বারী মিথুন এবং ইসলামী আন্দোলন থেকে আলহাজ্ব ইমরান কামাল খান। ইতিমধ্যেই পৌর এলাকার হাটবাজার, চায়ের দোকানে প্রার্থীদের যোগ্যতা নিয়ে ভোটার জনতার মাঝে আলোচনা সমালেচনা চলছে। বিশেষ করে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় চমক সৃষ্টি হয়েছে। বর্তমান মেয়র, কিছু নতুন মুখ অন্যদিকে তরুন প্রার্থীকে দেখা যাচ্ছে কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই। এ দিকে প্রার্থীরা মনোনয়ন পেতে যার যার অবস্হান থেকে জোর প্রচেষ্টা চালাছেন।