চীনের দেড়শ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ।

ওইসব অ্যাকাউন্টে রাজনৈতিক ক্ষেত্রে চীনের সুবিধা নিয়ে আলোচনা হয়, এর মধ্যে কয়েকটি থেকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়েও নানা প্রসঙ্গ তুলে পোস্ট দেওয়া হয়েছে।

এই ভুয়া আইডিগুলো বন্ধের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ চীনের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো পদক্ষেপ গ্রহণ করল।

বিবিসি বলছে, বন্ধ করে দেওয়া ফেসবুক আইডিগুলো একটি নেটওয়ার্কের আওতায় কাজ করে। ফেসবুকের ওই নেটওয়ার্কে প্রায় এক লাখ ৩০ হাজার ফলোয়ার রয়েছে।

কয়েকটি দেশের রাজনৈতিক অবস্থা ও চীনের অবস্থান নিয়ে এসব আইডি থেকে পোস্ট দেওয়া হতো। এর মধ্যে কিছু আইডি থেকে আবার চীনের সমালোচনাও করা হয়েছে।