- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনি রাষ্ট্রকে এই সপ্তাহান্তে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য আই পেপার।

এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, যুক্তরাজ্য সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যদি না ইসরাইল গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নেয় এবং যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।

বর্তমানে সস্ত্রীক যুক্তরাজ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লন্ডন ত্যাগ করার পর পর্যন্ত ঘোষণা বিলম্ব করার কারণ হলো, এতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, কারণ ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় স্থল অভিযানে দৃঢ় সমর্থন জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, স্বীকৃতিটি দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন রক্ষার জন্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রত্ব ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার, এবং দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন রক্ষায় আমাদের এই অবিচ্ছেদ্য অধিকার স্পষ্টভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। ‘

গত বছর আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনসহ ১৪৭টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আর ফ্রান্স আসন্ন জতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।