- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ফিলিপসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিশাল জয়

নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজক যেন পাত্তাই পায়নি। কিউইরা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের ৭২ রানে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যাবধানে জিতে নিলো ।

রোববার প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

মাউন্ট ম্যাঙ্গানিউর বে ওভালে ফিলিপস ৫১ করেন বলে ১০৮ রান। কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক এখন তিনি। মাত্র ৪৬ বলে ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন।

মজার বিষয়টি হচ্ছে, দুই বছর আগে একই ভেন্যুতে প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যারিবীয়রা ওই ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি তুলে শিরোনামে এসেছিলেন কলিন মুনরো।

ছোট ফরম্যাটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও অবশ্য দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি তুলেছিলেন ডেভিড মিলার।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। ২৩ বলে ৩৫ রান তোলেন মার্টিন গাপটিল, ও ১২ বলে ১৮ রান করেন টিম সেইফার্ট, কোনও বল না খেলে অপরাজিত ছিলেন রস টেইলর।

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে কাইরন পোলার্ড ১৫ বলে ২৮, শিমরন হেটমেয়ার ৩২ বলে ২৫, কিমো পল করেন অপরাজিত ১৮ বলে ২৬ রান। এছাড়া কেউই উল্লেখ যোগ্য স্কোর করতে পারেননি।

নিউজিল্যান্ডের পক্ষে কাইল জ্যামিয়েসন ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।