- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ফারুক এখন সুস্থ 

প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক । সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

রোববার সন্ধ্যায়বিষয়টি নিশ্চিত করেছেন আকবর হোসেন পাঠান ফারুক নিজেই।

ফারুক বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ভেবেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে।

তিনি আরো বলেন, বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই।