- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ফরাসি পণ্যের ওপর প্রতিশোধমূলক শূল্ক আরোপ করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি কিছু পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ প্রতিশোধমূলক শূল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে আমেরিকার কয়েকটি ডিজিটাল কোম্পানির ওপর শূল্ক আরোপ করে ফ্রান্স। পার্সটুডে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা ফ্রান্সের বেশ কিছু পণ্যের ওপর এই বাড়তি শূল্ক আরোপ করবে যার মধ্যে রয়েছে কসমেটিকস, সাবান এবং হ্যান্ডব্যাগ।

মার্কিন প্রশাসন জানিয়েছে, কয়েকটি প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে বাড়তি শূল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শূল্ক আরোপ করা হয়েছে।

যেসব পণ্যের ওপর এই বাড়তি শূল্ক আরোপ করা হয়েছে তার মূল্যমান ১০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ ফ্রান্স থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থের এসব পণ্য আমেরিকায় রপ্তানি হয়ে থাকে। অন্যদিকে ফেইসবুক, গুগোল অ্যামাজন এবং আরো বেশ কয়েকটি ডিজিটাল কোম্পানি ফ্রান্সকে বাড়তি ট্যাক্স দিচ্ছে।