- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

প্রিয়াঙ্কার জীবনী সর্বাধিক বিক্রির তালিকায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের আত্মজীবনী লিখেছেন। তার বইয়ের নাম দিয়েছেন ‘আনফিনিশড’। তার বইটি বিক্রি শুরু হওয়ার আগেই সর্বাধিক বিক্রির অর্ডার এসেছে।

প্রিয়াঙ্কার এই আত্মজীবনী প্রকাশ হবে ২০২১ সালের জানুয়ারিতে।

শনিবার (৩ অক্টোবর) প্রিয়াঙ্কা এক টুইটে জানান, প্রি-অর্ডারের ১২ ঘণ্টায় তার বইটি অ্যামাজনে সেরা বিক্রি বইয়ের তালিকায় স্থান পেয়েছে। তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ ঘণ্টারও কম সময়ে আমাদের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বইটি পছন্দ হবে সবার।’

ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যানডম হাউস প্রিয়াঙ্কার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছে। বইটিতে প্রিয়াঙ্কার ‘মিস ইন্ডিয়া’ হওয়ার গল্প, বলিউডের দীর্ঘ ক্যারিয়ার ও হলিউড যাত্রার গল্প উঠে এসেছে।