- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

প্রাণিসম্পদ কর্মকর্তা স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(৮ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ের দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস।

এ বিষয়ে ওসি মো. অনিসুর রহমান আনিস জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে তার স্ত্রী মামলা দায়ের করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চৌধুরীবাড়ী সংলগ্ন প্রাণিসম্পদ অফিস কার্যালয়ের দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নাগরপুর থানায় নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, আদালতে হাজির করার পর তার পক্ষের কোন আইনজীবী না থাকায় তাকে জেল হাজতের পাঠানো হয়েছে।