গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে ২০২০-২১ অর্থবছরের তৃতীয় এ একনেক সভা। করোনা পরিস্থিতির কারণে পরিকল্পনা কমিশনে যোগ দেন উত্থাপিত প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। বৈশ্বিক মহামারী করোনার কারনে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিঘ্ন হলেও অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলা এগিয়ে নিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ করা অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।