- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পেছাল বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পিছিয়ে ১৭ সেপ্টেম্বর করার ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ জানিয়েছেন, ১৫ তারিখের পরিবর্তে ১৭ তারিখ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে বিভাগীয় শহরে আগামীকালের (১৫ সেপ্টেম্বর) র‍্যালী শিডিউল পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।