বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের অনুরোধের পরও অস্ট্রেলিয়ান ওপেনের খেলোয়াড়দের কোয়ারেন্টাইনের নির্দেশাবলীতে কোনো পরিবর্তন আনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভিক্টোরিয়ার রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ।

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। এর আগেই করোনার থাবা এ টুর্নামেন্টে। মেলবোর্নে বায়ো বাবলে টুর্নামেন্ট আয়োজনের জোর প্রস্তুতির মধ্যেও, করোনার হানায় নতুন সংকট তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়ান ওপেন পেছানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, গেল দুই দিনে লস অ্যাঞ্জেলেস ও আবুধাবী থেকে আসা দুটি বিমানের যাত্রীর করোনা পজিটিভ হওয়ায়, তাদের সংস্পর্শে আসা ৭২ জন খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মেলবোর্নের হোটেলে ১৪ দিন থাকতে হবে তাদের। নির্দেশনা আছে কোয়ারেন্টাইন চলাকালে খেলোয়াড়রা ইনডোরে অনুশীলন করতে পারবেন এবং দিনে ৫ ঘণ্টার বেশি অনুশীলন করা যাবে না।

ভিক্টোরিয়ার রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, মেলবোর্নে বায়ো বাবলে টুর্নামেন্ট আয়োজনের জোর প্রস্তুতি রয়েছে আমাদের। সবকিছু ঠিক থাকলে সময়মতো অস্ট্রেলিয়ান ওপেন শুরু করতে পারব আশা করি। খেলোয়াড়রা অনুরোধ করলেও, কোয়ারেন্টাইনের নির্দেশাবলীতে কোনো পরিবর্তন আনা হবে না।