- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

পেঁয়াজের দাম দেশের পাইকারি বাজার গুলিতে এরই মধ্যে কমতে শুরু করেছে।  আজ রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৭ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। মানভেদে কমেছে পেঁয়াজের দাম।

বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা নেই বললেই চলে। এখানে প্রতিটি আড়তেই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের মজুদ আছে।

ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে বলে জানান পাইকাররা।