- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পুকুর চুরির অভিযোগ ওসি প্রদীপের বিরুদ্ধে

বাস্তবেই আলোচিত টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ আছে । প্রভাব খাটিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ গ্রামে দেড় কোটি টাকার পুকুর দখল করেছেন তিনি। প্রভাবশালী হওয়ায় অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে চায় না কেউই। তার স্ত্রীর নামেও বেশকটি পুকুর রয়েছে। সময়টিভি।

সবুজে ঘেরা বিশাল পুকুর। আছে সান বাঁধানো আকর্ষণীয় ঘাটও। টেকনাফের সাবেক ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালীর কুনজরি গ্রামে দুই একরের পুকুরটির বর্তমান বাজার মূল্য দেড় কোটির কাছাকাছি। অভিযোগ আছে পুকুরটির সামান্য অংশ প্রদীপের পরিবারের থাকলেও জোর করে পুরো পুকুরটাই দখল করে নিয়েছেন।

স্থানীয় একজন বলেন, ‘একজনের কাছ থেকে কিছু অংশ কিনেছে। বাকি অংশীদারদের থেকে কিনেনি। ওরা প্রশাসনের লোক ভয়ভীতি দেখিয়ে দখল করে নিয়েছে।’

আরেকজন বলেন, ‘আমরা কাগজপত্র বের করেছি। সেটিতে অনেক ওয়ারিশ বের হবে। কিন্তু আমরা শুনছি বাংলাদেশ সরকার নাকি লিস দিয়েছে সেখান থেকে উনি নিয়েছে।’

প্রদীপের তিন ভাই প্রশাসনে চাকরি করেন। তাই স্থানীয়ভাবে প্রভাবশালী। তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চায় না এলাকাবাসী।

এলাকাবাসীর একজন বলেন, ‘প্রশাসনে চাকরি করে বিধায় ভয় পেয়ে কেউ কিছু করে না। এরা নিজেরাই চারদিক দখল করে রাখছে।’

বোয়ালখালী সারোয়াতলীর চেয়ারম্যান বেলান হোসেন বলেন, ‘আমি জানি ওসি প্রদীপের বউয়ের নামে মাছ চাষ হতো এমন কয়েকটা পুকুর আছে।’

তবে বড় ভাই রনজিত দাশের দাবি, পুকুরটি লিজ নেয়া হয়েছে।

প্রদীপের বড় ভাই রনজিত দাশ বলেন, ‘পুকুরটি আমরা লিজ নিয়েছি আমার ভাই দিলীপের নামে।’

সব অনিয়ম ও অপকর্মের তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান চট্টগ্রাম সনাক সভাপতি আখতার কবির চৌধুরী।

গ্রামে কখনো না গেলেও প্রদীপের নান্দনিক একটি বাড়ি আছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে ১শ ২ টি আন্তঃনগর ট্রেনের সব কটিই চালু করা হবে জানিয়েছে রেলওয়ে।

আগামী ১৬ আগস্ট থেকে নতুন করে ২০টি ট্রেন চালুর মধ্য দিয়ে শুরু হচ্ছে করোনাকালীন দ্বিতীয় দফায় ট্রেন চলাচল। পর্যায়ক্রমে চলতি মাসেই চালু হবে সব’কটি আন্তঃনগর ট্রেন।

তবে বন্ধ থাকবে সব মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। রেলওয়ে জানিয়েছে, বর্তমানে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন একইভাবে পরিচালনা করা হবে।

প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে যার শতভাগই বিক্রি করা হবে অনলাইনে। এক আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হবে।

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ৩১ মে ১৯টি আন্তঃনগর ট্রেন নিয়ে শুরু হয় ট্রেন চলাচল। যাত্রী সংকটের কারণে দুটি ট্রেন বন্ধ হয়ে গেলে বর্তমানে ১৭টি ট্রেন চলাচল করছে।