- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পিরোজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫’শ

শনিবার (১৮জুলাই) রাতে পিরোজপুরে আরো ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায়, জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে পাঁচশ ছাড়িয়ে ৫১৫ জনে ।

পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তের জন্য পাঠানো ১০৫ জনের নমুনার ফলাফল শনিবার রাতে হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ৩৪ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর আগে শুক্রবার রাতে ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনিবার রাতে নতুন আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর, ভান্ডারিয়া, কাউখালী এবং মঠবাড়িয়া উপজেলায়। করোনভাইরাসে আক্রান্তের দিক থেকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে মঠবাড়িয়া, পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলা। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় সর্বোচ্চ ১৫৩ জন আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত সাতটি উপজেলায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। আর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৩,১৭৮ টি। তবে এখনও ৫৬৯ টি নমুনার ফলাফল পাওয়া যায়নি।