মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে পিটিয়ে আহত করেছেন তার স্ত্রী মিলি আক্তার। জানা গেছে, পারিবারিক কলহের জেরে এমনটি করেছেন নেতার স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে তাকে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা। পারিবারিক কলহের জেরে ভোরে মসলা বাটার শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। এছাড়া হাতেও আঘাত করেন তাকে।
পরে সকালে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ইলিয়াস আহম্মেদকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম জানান, পারিবারিক ঝগড়া থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।