- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পিএসএলের ড্রাফটে বাংলাদেশি তারকা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে।

লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে।

যদিও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও তার প্রতি আস্থা রাখেনি কোনো দল। আইপিএলে না খেলায় সেই সময়ে পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ।

এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলেছিলেন তিনি।