- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পাহাড়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। কিছু দুষ্কৃতকারী সবসময় চায় পরিস্থিতি খারাপের দিকে যাক। অন্তর্বর্তী সরকার সেটি হতে দেবে না।

পূজা খুব ভালোভাবে হবে জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধদের শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান ভালোভাবে পালন করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এখানেও নিরাপত্তার কোনো শঙ্কা নেই।