- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পানির ট্যাংক বিস্ফোরণ,কুয়েতে তিন প্রবাসীর মৃত্যু

কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন। রাসায়নিক পদার্থ ব্যবহার করে ট্যাংকটি পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর গালফ নিউজের।

এক নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, তীব্র তাপদাহের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণের সময় নিহত তিনজনই ট্যাংকের ভেতরে ছিলেন, ফলে উদ্ধারের কোনো সুযোগ ছিল না। বিস্ফোরণের পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উচ্চ তাপমাত্রা ও পরিষ্কারক রাসায়নিকের সংমিশ্রণে ভয়াবহ বিক্রিয়া ঘটেছে। এই বিক্রিয়াই ট্যাংকে বিস্ফোরণের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা জানতে আরও তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজের সময় যথাযথ প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে।