- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পাকিস্তান আমাদের পেছন থেকে ছুরি মেরেছে: মোদি

আমরা যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম ঠিক তখনি পেছন থেকে পাকিস্তান ছুরি মেরেছে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টাও করেছিল।

কার্গিল বিজয় দিবসের দিনে রবিবার একটি অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় মোদি বলেন, কার্গিল যুদ্ধে সেনাদের আত্মত্যাগ দেশ মনে রাখবে। ওদের দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করবে। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে মোদি বলেন, ভারত করোনা সংক্রমণ প্রতিরোধে অনেক ভালো জায়গায়। আমরা মৃত্যুর হার কমাতে পেরেছি। বাড়িয়েছে সুস্থতার হার। কিন্তু এখনও করোনা আগের মতোই মারাত্মক। আপনাদের তাই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

১৯৯৯ সালের মে-জুলাই মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের কার্গিলে যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে ভারতের ৫২৭ জন সেনা নিহত হয়েছিলেন।