- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পাকিস্তানে হামলা হলে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান: কোরেশি

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন; তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ। ভারতের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। পার্সটুডে।

বুধবার (২৪জুন) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এই হুশিয়ারি উচ্চারণ করেন কোরেশি। তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের উপরও হামলার ষড়যন্ত্র করছে।

গত সপ্তাহে চীন সীমান্তে সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন যার মধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের হাতে মার খেয়ে এবং অপমানিত হয়ে নয়াদিল্লি এখন মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ খুঁজছে। তবে ভারত এ ধরনের হামলা চালালে তার উপযুক্ত জবাব পাবে।