- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পাওয়ার চেয়ে বেশি হারালাম: লিটন

অনেক বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য পাকিস্তানে গিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তবে তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। পিএসএলের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হলো এই ব্যাটারকে।

কারণ হিসেবে জানা গেছে, অনুশীলন করার সময় আঙুলে চোট পান তিনি, পরে চিড় ধরা পড়ায় পিএসএল না খেলেই হতাশা নিয়ে দেশে ফিরেছেন লিটন।

চোটের কারণে লিটনকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পাকিস্তান থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।’

করাচি কিংসের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে খুব ভালো। তারা সম্পূর্ণ সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল।’

তিনি আরও জানান, সামনে জাতীয় দলের খেলা থাকায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে চাচ্ছেন তিনি। অনুশীলন ছাড়া হুট করে এমন বড় মঞ্চে খেলা কঠিন বলেও উল্লেখ করেন এই ডানহাতি ব্যাটার।

ইতোমধ্যে করাচি লিটনের পরিবর্তে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল থেকে পিএসএলের দশম আসর মাঠে গড়িয়েছে। পিএসএলের নিলাম থেকে করাচি কিংস লিটনকে তাদের দলে নেয়। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন।